মোঃ লিটন মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে মোঃ আলী হিবুকে সভাপতি ও মোঃ সোহেল রানা ভুট্টুকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
১১ মে বুধবার বিকাল ২.৩০ টায় চরকাটারী ভোটঘর বাজার মাঠে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ১ আসনের সংসদ এ এম নাঈমুর রহমান দূর্জয়।
সম্মেলন উদ্ভোধন করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. এ কে এম আজিজুল হক।
জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়।
চরকাটারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আলী হিবুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম, সহ সভাপতি এড. আব্দুল মজিদ ফটো, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক এ এম তায়েবুর রহমান টিপু,আমিরুল ইসলাম মট্টু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ নুরুল ইসলাম রাজা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ুন কবির শাওন, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন প্রমূখ।
সভাপতি হিসেবে তিনজন ও সাধারণ সম্পাদক হিসেবে ৯ জন প্রতিদন্দিতা করেন। জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটি সমঝোতার ভিত্তিতে সন্ধা ৬ টায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
