প্রতিদিন বাংলাদেশ, ঢাকা:
একজনের পরিবর্তে অন্য জনের পরীক্ষা দেওয়া ঠেকাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় হাতের লেখা যাচাই করা হবে। পরীক্ষার খাতায় লেখার সঙ্গে কোনও প্রার্থীর হাতের লেখা না মিললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, অনেক সময় প্রার্থীর পরিবর্তে অন্যজন প্রক্সি দিয়ে চলে যায়। এরকম ঘটনা যাতে না ঘটে সে কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষায় ওএমআর শিটে ইংরেজি ও বাংলায় দুটি অনুচ্ছেদ নিজের হাতে লেখেন। আমরা মৌখিক পরীক্ষায় সেই হাতের লেখা মেলাবো। যদি কারও হাতের লেখা না মেলে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বিশেষজ্ঞ দিয়ে লেখা পরীক্ষা করা হবে।
