মো: ওয়াসিম হোসেন:
ঢাকার ধামরাইয়ে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: রমিজুর রহমান চৌধুরী রোমা জয়লাভ করেছে।
বুধবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলা অডিটোরিয়ামে নির্বাচন কমিশনের ফলাফল বুথ থেকে এ তথ্য জানানো হয়।
প্রকাশিত ফলাফলে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: রেজাউল করিম রাজা দ্বিতীয় সর্বোচ্চ ৬৯৩৪ ভোট পেয়েছেন। তারচেয়ে ১৮৫৯ ভোট বেশি পেয়েছেন চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: রমিজুর রহমান চৌধুরী রোমা। তিনি পেয়েছে ৮৭৯৩ ভোট।
এ ছাড়া অটোরিকশা মার্কায় এস এম তানভীর আহমেদ পেয়েছেন ৮২৮ ভোট, হাতপাখা প্রতীকের মো: নুরুজ্জামান ৩৮২ ভোট, ঘোড়া প্রতীকের মোহাম্মদ রবিউল করিম ৩০২ ভোট, আনারস প্রতীকে মো: আলীমুর রহমান ২০৯ ভোট ও মো: সোহেল হায়দার চৌধুরী কবীর মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ১৪৬ ভোট।
ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। গতকাল বুধবার এই ইউনিয়নে প্রথমবারের মতো সম্পূর্ণ ইভিএমে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণকালে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আওয়ামী লীগের সমর্থককে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়ায় র্যাবের এক কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
