মো: ওয়াসিম হোসেন:
ঢাকার ধামরাইয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আব্দুস সোবহান মডেল হাই স্কুলের আয়োজনে ছাত্র-ছাত্রীরা আনন্দ শোভাযাত্রা করেছেন।
আজ শনিবার(২৫জুন) বেলা ১২টার দিকে ধামরাই পৌরসভার আব্দুস সোবহান মডেল হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা আনন্দ শোভাযাত্রা করেন। শোভাযাত্রাটি ধামরাই বাজার ও পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ণরায় স্কুলে এসে শেষ করেন।
উক্ত শোভাযাত্রায় উপস্তিত ছিলেন, ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শফিক আনোয়ার গুলশান, আব্দুস সোবহান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তারসহ স্কুলের সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এছাড়া পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দিন ভর বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।