মো: ওয়াসিম হোসেন:
নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে জাতীয় মৎস সপ্তাহ দিবস পালন উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস সপ্তাহ পালন করা হবে।
শনিবার (২৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস কর্মকর্তা নাজনীন নাহারের আয়োজনে উপজেলার মৎস চাষী, সাংবাদিক ও অন্যান্য মৎস কর্মকর্তারা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
মৎস চাষীরা মাছ চাষে তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে চায়না কারেন্ট জাল, কলকারখানা বিষাক্ত পানি দেশীয় সকল মাছ নিধন হচ্ছে। নিয়মিত অভিযান চালিয়ে এই সব অসাধু মাছ নিধনকারীদের দমন করতে না পারলে দেশীয় মাছ রক্ষা করা যাবে না। এছাড়াও সুইস গেট থাকলে কারখানার বিষাক্ত পানি জমিতে প্রবেশ করবে না এতেও মাছ রক্ষা করা সম্ভব।
মৎস চাষীদের সরকারি প্রণোদনা দিয়েই মাছ চাষে উদ্বোধ্য নয়, তাকে মন থেকে মাছ চাষে আগ্রহ থাকতে হবে। এবং অবৈধ চায়না কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা নাজনীন নাহার, ধামরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিস উর রহমান, আমাদের সময় পত্রিকার ধামরাই প্রতিনিধি বাবুল হোসেন, মৎস চাষী মোশাররফ হোসেন।
