ধামরাইয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভাতার কার্ড পরিবর্তন

মো: ওয়া‌সিম হো‌সেন:
ঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নের এক বৃদ্ধ মহিলাকে মৃত দেখিয়ে টাকার বিনিময়ে ফুল খাতুন (৮৫) এর বয়স্ক ভাতার কার্ড পরিবর্তন করে ফুলবানুর নামে করে দেওয়ার অভিযোগ উঠেছে মেম্বারের বিরুদ্ধে।
এমন ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম এলাকায়। ফুলখাতুন গত ৫ বছর আগে থেকে বয়স্ক ভাতা পাচ্ছেন বলে জানাগেছে।
ফুলখাতুন যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম এলাকার মৃত আব্দুল গফুরের স্ত্রী। সে অত্যন্ত গরিব হওয়ায় সাবেক চেয়ারম্যান আলাল দেওয়ান তার বয়স্ক ভাতার কার্ড করে দেন।
ভুক্তভোগী সুত্রে জানা যায়, আমি ভাতার কার্ড পাওয়ার পর থেকে প্রতি তিন মাস অন্তর অন্তর ১৫০০ টাকা করে পেয়েছিলাম। কিন্ত গত তারিখে আমার টাকার কোন মেসেজ না আসায় আমি উপজেলা সমাজ সেবা অফিসে গিয়ে জানতে পারি আমাকে মৃত দেখিয়ে ফুলবানুর নামে অন্য একজনকে ভাতার কার্ড করে দিয়েছে মেম্বার আব্দুল মান্নান।
এই বিষয়ে জীবিত ফুলখাতুন বলেন, আমি জীবিত থাকার পরও মেম্বার মান্নান আমাকে মৃত দেখিয়ে আরেকজনের নামে কিভাবে টাকা খেয়ে ভাতার টাকা পরিবর্তন করে দিয়েছে। আমি জীবিত থাকার পরও মেম্বার আমাকে মৃত দেখালো। আমি গরীব মানুষ এই টাকা দিয়ে ঔষুধ খেয়ে বেঁচে আছি। আমি এর বিচার চাই।
এই বিষয়ে মেম্বার আব্দুল মান্নান বলেন, আমি সাংবাদিকদের কাছে এই বিষয়ে কোন কথা বলতে রাজি না। আপনারা যা পারেন করেন।
এই বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন,এই বিষয়ে আমি কিছুই জানি না,তবে মান্নান যদি করে থাকে তা হলে খুব খারাপ করেছে।
এই বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসান বলেন, আমি বিষয়টা সম্পর্কে অবগত নই। তবে কেউ যদি নাম পরিবর্তন করে তাহলে চেয়ারম্যানের রেজুলেশন লাগে। যদি মেম্বার এমন কাজ করে থাকে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*