ধামরাইয়ে নাশকতার মামলায় বিএনপির ৬ নেতাকর্মী আটক

মো: ওয়া‌সিম হো‌সেন:
ঢাকার ধামরাইয়ে নাশকতা ও বিস্ফোরক দ্রবের মামলায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
গতকাল সোমবার (৫নভেম্বর) দিনগত রাতে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার (৩০নভেম্বর) ধামরাই থানায় এসআই তৈমুর ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ধামরাই উপজেলা বিএনপির সভাপতি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো-৫০ জনকে আসামি করে মামলা করেন পুলিশ।
আটককৃতরা হলেন, গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালীপাড়ার মোঃ আনিসুর রহমান, বালিয়াপাড়া জালসা গ্রামের গোলাম মোস্তফা, জালসা গ্রামের মোঃ মফিকুল ইসলাম, সোমবাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকার মোঃ রুস্তম আলী, সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হাবিবুর রহমান হাফিজ, কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের নুর ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা-আড়ালিয়া সড়কের লাড়ুয়াকুন্ড গ্রামের উত্তরপাশে মঙ্গলবার রাতে সরকার পতনের জন্য নাশকতা করার লক্ষে ও সরকার বিরোধী ব্যানার নিয়ে অবস্থান করছিল। এসময় পুলিশ টহল দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সময় বিএনপির নেতাকর্মীরা বিস্ফোরণ ঘটিয়ে দৌড়ে পালিয়ে যায়। সেখান থেকে ৪টি ককটেল ৪টি স্প্লিন্টার উদ্ধার করা হয়। 
এই বিষয়ে ধামরাই থানার (ওসি অপারেশন) নির্মুল কুমার দাস বলেন, নাশকতা ও বিস্ফোরক দ্রব্যর মামলায় রাতে অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*