মো: ওয়াসিম হোসেন:
ঢাকার ধামরাইয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্য বই বিতরণ ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০১ জানুয়ারি) উপজেলার আব্দুস সোবাহান মডেল হাই স্কুল,পাঠানটোলা সরকারি প্রথমিক বিদ্যালয়,হাডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়, ধামরাই বালিকা উচ্চ বিদ্যালয়,আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই উৎসব ও বিনামুল্য বই বিতরণ করা হয়েছে।
উক্ত বই উৎসবে প্রধান অতিধি হিসাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হোসাইন মোহাম্মদ হাই জকি, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, সানোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু,ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আশরাফী,পৌর কাউন্সিলর আলহাজ্ব সাহেব আলী,আমিনুল হাসান গার্নেল,আব্দুস সোবাহান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তার,আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন টিপু,আলহাজ্ব জামাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন প্রমুখ।
