ধামরাইয়ে চাঁদাবাজদের হাত থেকে বাচঁতে ভাটা মালিকের সংবাদ সম্মেলন

মো: ওয়া‌সিম হো‌সেন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় থ্রী স্টার নামে একটি বৈধ ইটভাটা পরিচালনা করে আসছিলে আশুলিয়া থানার আশুলিয়া গ্রামের মোঃ আম্বর আলী। সেই ইটভাটা মালিক মোঃ আম্বর আলীর মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে কয়েজন চাঁদাবাজ। পরে নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং বাকী চার লাখ টাকা না দিলে গুলি করে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।
আজ রবিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকায় চাঁদাবাজদের হাত থেকে বাচঁতে সংবাদ সম্মেলন করেন থ্রি স্টার ইটভাটার মালিক।
মোঃ আম্বর আলী সংবাদ সম্মেলনে বলেন,গত ১৪ই এপ্রিল সকালে উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর এলাকায় অবস্থিত থ্রি স্টার নামক ইটভাটায় স্থানীয় ফরিঙ্গা এলাকার আনছার মোল্লার ছেলে মোঃ ফারুক মোল্লা (৪০), কানু মোল্লার ছেলে মোঃ আবুল হোসাইন মোল্লা (৪২), এনামুল হক (৪৫) ও খুলনা জেলার ফুলতলা এলাকার মৃত আতর উদ্দিন শেখের ছেলে আসলাম শেখ (৫২), ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুস সামাদ (৩৮), মহিদুল ইসলাম (৪০) দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে ইটভাটায় প্রবেশ করে ভাটামালিক আশুলিয়া থানার মৃত ফজর আলীর ছেলে হাজী মোঃ আম্বর আলীর মাথায় পিস্তল ঠেকিয়ে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে এক লক্ষ টাকা নগদ পেয়ে বাকি টাকা দেওয়ার জন্য সাতদিনের সময় দেয় এবং এই ব্যাপারে কাউকে কিছু না জানানোর হুমকি দিয়ে চলে যায়। পরে ইটভাটার মালিক মোঃ আম্বর আলী ঢাকা কোর্টে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন। যার মামলা নং ১৮৬।
আম্বর আলী আরও বলেন, মামলা করার পর চাঁদাবাজরা আমাকে বিভিন্ন সময় ও বিভিন্ন তারিখে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। আমি আমার পরিবার নিয়ে এখন ভয়ে আছি। কখন যে কি হয়ে যায়। তাই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীসহ স্থানীয় প্রশাসন ও আইনের মাধ্যমে প্রতিকার ও ইটভাটা রক্ষার দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*