মো: ওয়াসিম হোসেন, ধামরাই (ঢাকা):
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০মে) বেলা ১২ টার দিকে ধামরাই সদর ইউনিয়নের শরিফবাগ এলাকায় শরীফুন নেছা মহিলা দাখিল মাদরাসা হল রোমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম,ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রকিবুল খান ফরহাদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো:আব্দুল আলিম মাষ্টার,উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান আতিক,উপজেলা পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার,উপজেলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার ও ফিরোজ খান বাবু, পৌর তাতি দলের সভাপতি রফিকুল ইসলাম শোয়েব, ঢাকা জেলা যুব দলের নেতা রেজাউল আহমেদ রবিন,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ হালিমসহ বিএনপির যুবদল ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
