৪১ তম বিসিএস : কৃষি ক্যাডারে সুপারিশ পেয়েছেন ডিমলার মেয়ে সুনন্দা সরকার

জসিম উদ্দিন নাগর, নীলফামারী:
৪১ তম বিসিএস পরীক্ষায় কৃষি ক্যাডারে সুপারিশ পেয়েছেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার মেয়ে সুনন্দা সরকার।
গত বৃহস্পতিবার ৪১তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে করে ডিমলা উপজেলায় দুইজন ক্যাডার পদে সুপারিশ পেয়েছেন। এদের মধ্যে একজন শিক্ষা ক্যাডারে প্রভাষক এবং অপরজন কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ অফিসার পদে সুপারিশ প্রাপ্ত হন।
কৃষি ক্যাডারে সুপারিশ প্রাপ্ত ডিমলা উপজেলার রাজবাড়ী এলাকার মেয়ে সুনন্দা সরকার।
সুনন্দা সরকারের প্রথম শিক্ষা জীবন শুরু হয় ডিমলা উপজেলার বাবুরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস, রংপুর সরকারী কলেজে থেকে এইচএসসিতেও এ প্লাস পেয়ে পাস করেন, এরপর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে কীটতত্ত্ব বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত।
পারিবারিক সুত্রে জানা জায়, সুনন্দা বরাবরেই পড়াশোনায় খুব ভালো, পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এছাড়াও বাংলাদেশ স্কাউটস থেকে ২০০৬ সালে জাতীয় শাপলা কাব এওয়ার্ড খেতাবে ভূষিত হন সুনন্দা। উচ্চ গবেষনা শিক্ষার জন্য ২০২১ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় থেকে বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এর জন্য মনোনীত হন তিনি।
তার এই দীর্ঘ শিক্ষা জীবনের পথযাত্রায় সব সময় পাশে থেকে মনোবল ও সাহস যুগিয়েছেন সুনন্দা সরকারের শিক্ষিকা মা ছন্দা রানী বিশ্বাস। চার বোনের মধ্যে সুনন্দা তৃতীয়,পড়াশুনায় দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়েছেন মেজোবোন পূরবী সরকারের কাছ থেকে।
এই সাফল্যের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে সুনন্দা সরকার বলেন, ৪১তম বিসিএস পরীক্ষায় কৃষি ক্যাডারে সুপারিশ পেয়ে প্রথমে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,সেইসাথে পরিবার ও শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*