মো: ওয়াসিম হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে সহকারী কমিশনার (ভূমি) এর গাড়ীর চালককে মারধর করায় এবং মাদক সেবন করার অপরাধে জয়ঘোষ (২৫) নামের এক যুবককে ১ বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (১৭আগষ্ট) সকালের দিকে এ রায় প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল।
ভুক্তভোগী জানায়, সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর গাড়ীর চালক সুজন মিয়া(২৭) বুধবার রাত সাড়ে ১১ টার দিকে একা নিজ বাসায় যাইতে ছিল। এসময় পথিমধ্যে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় ধৃত জয়ঘোষসহ নেশাগ্রস্থ ৩/৪ জন সুজনকে বেরিগেট দেয়। পরে চালক সুজন মিয়া কিছু বুঝে উঠার আগেই তাকে মারধর করে। বিষয়টি রাতেই প্রশাসনকে জানানো হলে অপরাধী দের ধরার জন্য অভিযানে নামে পুলিশ। পরে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার হয় গোপনগর মহল্লার রাধেশাম ঘোষের ছেলে জয়ঘোষ(২৫)। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।
