মো: ওয়াসিম হোসেন, ধামরাই(ঢাকা)প্রতিধিনিঃ
টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ধামরাই উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের ৪শত নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা।
গতকাল শনিবার (১৯ই আগষ্ট) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও মাজার জিয়ারত করেন সি আই পি ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামান, ঢাকা ২০ ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: মোহাদ্দেস হোসেন। সাবেক কমান্ডার ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে ধামরাই উপজেলা আওয়ামীলীগ মাসব্যাপী ধামরাইয়ের প্রতিটি ইউনিয়ন,পৌরসভা সহ স্কুল কলেজ ও মসজিদ মাদ্রাসায় চলমান দোয়া মিলাদ ও আলোচনা সভা সহ গণভোজের আয়োজন করেন। ১৯ই আগষ্ট (শনিবার) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে ধামরাই উপজেলা আওয়ামীলীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধারা, মোট ৩০ টি গাড়ী নিয়ে তারা বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আল জামানের নেতৃত্বে ধামরাই থেকে রওনা হয়েছিল।
