নীলফামারীর ডিমলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা

জসিম উদ্দিন নাগর, নীলফামারী:
নীলফামারী ডিমলায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নুর ই আলম সিদ্দিকী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকী সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তইবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল হক মিন্টু,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, ডিমলা থানার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান এইচ এম ফিরোজ সরকার, জেলা পরিষদের সদস্য ফেরদৌস পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা সমাজসেবা নুরুন নাহার নুরি, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজারুল ইসলাম লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন নগর, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, প্রমূখ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার নুর-ই আলম সিদ্দিকী উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, শিক্ষক, সাংবাদিকবৃন্দ, ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*