ছদ্মবেশে ১২ বছর পা‌লি‌য়ে থাকার পর র‌্যা‌বের হা‌তে ধরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট জাহিদ

মো: সোহে‌ল রানা খান:
ঢাকা মহানগরীর রামপুরা থানার মাদক মামলায় দীর্ঘ ১২ বছর বিভিন্ন ছদ্মবেশে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক সম্রাট জাহিদ হাসানকে আশুলিয়া থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব ৪।
গ্রেফতারকৃত জাহিদ হাসান রনি (৩০) ব‌রিশাল জেলার উ‌জিরপুর থানার পাথু‌নিয়া আউকপাড়া গ্রা‌মের আবুল কালাম আজাদের পুত্র।
মঙ্গলবার (২৯ আগস্ট) দুপু‌রে র‌্যাব ৪ (‌সি‌পি‌সি ৩) মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার এর আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তা‌কে গ্রেফতার ক‌রে।
সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সম্রাট। আসামি দীর্ঘদিন যাবত কক্সবাজার ও টেকনাফ হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ইয়াাবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ক্রয় করে এনে ঢাকা মহানগরী সহ আন্তঃজেলায় বিক্রয় করার এক পর্যায়ে গত ২০১০ সা‌লের ১২ ফেব্রুয়ারী দুপুরে র‌্যাব ৩ কর্তৃক বিশেষ অভিযানে ঢাকা মহানগরীর রামপুরা থানা এলাকা হতে ২৫ কেজি গাঁজাসহ জাহিদ হাসান রনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত ঘটনায় র‌্যাব ৩ কর্তৃক তার বিরুদ্ধে রামপুরা থানায় একটি মাদক রুজু হয়, ধারা ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ)। এছাড়াও আসামীর পিসিপিআর যাচাই বাচাই করে দেখা যায় যে, আসামীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মাদক মামলা বিচারাধীন রয়েছে। মামলা সমূহ ডিএমপির বাড্ডা থানার মামলা নং ২৮(০৬)১০, তারিখ ১০/০৬/২০১০, ধারা ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(ক)। ডিএমপির রামপুরা থানার মামলা নং-১৭(০১)১০, তারিখ ২৭/০১/২০১০, ধারা ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(ক)। রামপুরা থানার মামলা নং-১৯(২)২০১০, তারিখঃ ১২/০২/২০১০, ধারা ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩(খ) এই মামলায় মাদক সম্রাট জাহিদ হাসান রনি ৬ মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পায়। উল্লেখ্য যে, মাদক সম্রাট জাহিদ হাসান রনি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে যায়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এজাহারনামীয় তা‌কে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করে। পরবর্তীতে চার্জশীটের ভিত্তিতে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিচারকার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে মাদক সম্রাট জাহিদ হাসান রনির নিজ দখলে গাঁজাসহ ধৃত হওয়ার অপরাধে সিএমএম আদালত, ঢাকা চার্জশীটে অভিযুক্ত সম্রাট জাহিদ হাসান রনিকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। পলাতক আসামী মাদক সম্রাট জাহিদ হাসান রনি মামলা বিচারাধীন থাকা অবস্থায় জামিনে মুক্তি পাওয়ার পর থেকে গত ১২ বছর যাবৎ পলাতক ছিল।
র‌্যাব ৪ (‌সি‌পি‌সি ৩) মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু হওয়ার পর আসামী জামিনে মুক্তি পায় এবং ঐ মামলায় সে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ায় গ্রেফতার এড়ানোর লক্ষ্যে লোক চক্ষুর আড়ালে আত্মগোপন করে। পরিচিত লোকজন থেকে নিজেকে আড়াল করে রাখার জন্য উক্ত মাদক মামলা রুজু হওয়ার ৬ মাস কারাবাস শেষে জামিনে এসে আসামী মাদক সম্রাট জাহিদ হাসান রনি ঢাকা মহানগরীর শান্তিনগর থানা এলাকা থেকে পালিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকায় চলে আসে। গত ১২ বছর ধরে আসামী জাহিদ হাসান নাম পরিবর্তন করে রনি নাম ব্যবহার ঢাকা জেলার আশুলিয়া থানার আউকপাড়া এলাকায় স্ত্রীকে নিয়ে আত্মগোপনে থেকে কসমেটিক্স এর ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার এর আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তা‌কে গ্রেফতার ক‌রে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*