প্রতিদিন বাংলাদেশ, সাটুরিয়া:
মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলায় HMBD Foundation এর সহযোগিতায় আর্থ পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি এর সদস্যদের নিয়ে ডেঙ্গু ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে দড়গ্রাম সবজি বাজারে এই ক্যাম্পিং করা হয়।
এই সময় আর্থ পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি এর (প্রোগ্রামার) পার্থ কর্মকার এর সঞ্চালনায় উক্ত ক্যাম্পিংয়ে উপস্থিত ছিলেন দড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিনুর বক্স রতন এবং আর্থ পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি এর চেয়ারম্যান সুমন সাহা। এই সময় উপস্থিত আর্থ পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি এর সদস্যবৃন্দরা ডেঙ্গু বিষয়ক বিভিন্ন সচেতনামূলক কথা বলেন। এবং কিভাবে ডেঙ্গু উৎপত্তি এবং কিভাবে প্রতিকার করা যায় সে বিষয়ে সচেতন করে। এবং উপস্থিত সবার মাঝে লিফলেট বিতরণ করে। এই সময় আর্থ পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি এর চেয়ারম্যান সুমন সাহা বলেন, নিজ আঙ্গিনায় পরিষ্কার রাখি মশা বিস্তার রোধ করি, মূলত অব্যবহিত ফুলের টব, ফেলে রাখা টায়ার, এবং বাড়ির বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা এবং জমিয়ে রাখা জল থেকে মূলত এডিস মসা সৃষ্টি হয় এই সময় তিনি আরো বলেন পর্যায়ক্রমে আমাদের এই ক্যাম্পিং বিভিন্ন গ্রামে, বাজারে এবং স্কুলে চলমান থাকবে সবশেষে দড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিনুর বক্স রতন বলেন আতঙ্ক নয় সচেতনায় হল ডেঙ্গু থেকে বাঁচার একমাত্র উপায় জ্বর হলে প্যারাসিটামল ব্যতীত অন্য কোন ব্যথানাশক বা এন্টিবেটিক ওষুধ খাওয়ানো যাবে না এবং দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। সবশেষে আর্থ পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি এর চেয়ারম্যান সুমন সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে উক্ত ক্যাম্পিং এর সমাপ্তি ঘোষণা করে।
