প্রতিদিন বাংলাদেশ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে মাংস বিক্রেতাকে ভোক্তা অধিকার সহ প্রশাসনের মাধ্যমে জেল জরিমানা করাবে মর্মে হুমকি প্রদান করে দুই লাখ টাকা চাঁদা দাবি করায় দুই কথিত সাংবাদিককে আটক করেছে র্যাব ৪।
আটককৃতরা হলো, জেলার সিংগাইর উপজেলার বিনোদপুর গ্রামের কদম আলীর ছেলে মো. হারুন অর রশিদ ও সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের হোসেন মোল্লার ছেলে বজলুর রহমান।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব ৪ (সিপিসি ৩) মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটক হারুন অর রশিদ নিজেকে দৈনিক গণমুক্তি, জি বাংলা টিভি ,দৈনিক ক্রাইম তালাশ এবং বজলুর রহমান নিজেকে তালাশ টামাইস, দৈনিক খবরের আলো পত্রিকার প্রতিনিধি হিসেবে পরিচয় দিত।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জিজ্ঞাসাবাদ ও বাদীর লিখিত অভিযোগে জানা যায়, মামলার বাদী আবুল কাশেম পেশায় একজন মাংস ব্যবসায়ী। মানিকগঞ্জ পৌরসভাধীন জয়রা কসাই পট্টিতে বাদীর একটি মাংসের দোকান আছে। ১২ সেপ্টেম্বর ভোরে আটককৃত বক্তিরাসহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি মানিকগঞ্জ পৌরসভাধীন গুলজয়রা সাকিনস্থ বাদীর বসত বাড়ীতে এসে গোয়াল ঘরে বাদীর পালিত ষাঁড় গরু স্থিরচিত্র ও ভিডিও গোপনে মোবাইলের মাধ্যমে ধারণ করার সময় বাদীর ছেলে মোঃ আবুল বাশার (২৫) বিষয়টি দেখে বাদীকে জানায়। পরে মোবাইলে থাকা ধারণকৃত গরুর স্থিরচিত্র ও ভিডিও সহ তারা মানিকগঞ্জ পৌরসভাধীন জয়রা সাকিনস্থ কসাই পট্টিতে অবস্থিত মাংসের দোকানে গিয়ে নিজেদেরকে সাংবাদিক বলে পরিচয় দিয়ে আইডি কার্ড ও মাইক্রোফোন প্রদর্শন করে। এবং আবুল কাশেম প্রায়ই অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি করে বলে তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে দাবি করে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ভোক্তা অধিকার সহ প্রশাসনের মাধ্যমে বাদীকে জেল জরিমানা করাবে বলে হুমকি প্রদান করে চলে যায়। বিষয়টি মাংস পট্টির অন্যান্য ব্যবসায়ীদেরকে জানালে। পুনরার মাংসের দোকানের সামনে এসে আটককৃতরা স্থিরচিত্র ও ভিডিও এর কথা বলে চাঁদার টাকা দাবিসহ ভয় ভীতি দেখায়। মাংস ব্যবসায়ী একপর্যায়ে বিষয়টি গোপনে মোবাইলের মাধ্যমে র্যাব ৪, সিপিসি ৩, মানিকগঞ্জকে অবহিত করে। র্যাবের একটি টহল টিম তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানায়, যে তারা পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন কলাকৌশলে মিথ্যা ও বানোয়াট তথ্যাদি তৈরী করে বিভিন্ন ব্যবসায়ী ও লোকজনদেরকে জেল জরিমানার ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে নিরীহ ও অসহায় লোকজনের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে আসছে।
র্যাব ৪ (সিপিসি ৩) মানিকগঞ্জ এর কোম্পানি কমান্ডার লে.কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাংস বিক্রেতা চাঁদাবাজি ও প্রতারণার লিখিত অভিযোগ করেছেন। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় পাঠানোর প্রস্তুতি চলছে।
