প্রতিদিন বাংলাদেশ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারি ডিবি পুলিশের অভিযানে নগদ টাকা গ্রেফতার হয়েছে। এ সময় জুয়া খেলায় ব্যবহার করা দুই বান্ডিল তাস ও নগদ ২১৬৫০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা মানিকগঞ্জ এর ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আবুল কালাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মাহফুজ রানার নেতৃত্বে অভিযান পরিচালনা করে জেলার সাটুরিয়া থানাধীন পাড়াগ্রাম এলাকার আহাম্মদ আলীর কাঠ বাগানের ভিতরে ফাঁকা জায়গায় শনিবার রাতে জুয়া খেলা অবস্থায় নগদ টাকা ও ২ বান্ডিল তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার প্রধানপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে শাহ আলী (৫০), কুড়ি কাহুনিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. মতিউর রহমান (৩০), পাকুটিয়া গ্রামের মৃত শ্রী লিটনের ছেলে শ্রী সাধন (৪৬), দড়গ্রাম গ্রামের মৃত তুফান ব্যাপারীর ছেলে মধু মিয়া (৩০), ধুল্লা (রায়পাড়া) গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. সেলিম (২৫), মানিকগঞ্জ সদর উপজেলার কামারদিয়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মো. রাজু (৩১), ঢাকা জেলার ধামরাই উপজেলার নান্দেশ্বরী গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মো. মাসুদ রানা (২৩) এবং নাসির উদ্দিনের ছেলে মো. কাইয়ুম (২০)।
পুলিশ পরিদর্শক আবুল কালাম বলেন, জুয়া খেলায় ব্যবহার করা ২ বান্ডিল তাস, নগদ ২১৬৫০ টাকা উদ্ধারসহ জুয়া খেলা অবস্থায় ৮জন জুয়ারিকে গ্রেফতার করা হয়। এ সময় অপর ২জন লোক দৌড়াইয়া পালাইয়া যায়। এ ঘটনায় সাটুরিয়া থানায় ১টি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
