অনলাইন ডেস্ক:
জনপ্রশাসনের ১৬ জন অতিরিক্ত সচিব এবং ২৭ যুগ্ম সচিবের দপ্তর বদল করে দিয়েছে সরকার।
এসব কর্মকর্তার দপ্তর বদল করে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক অশোক কুমার বিশ্বাসকে কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব এম বদরুল আরেফিন পেয়েছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালকের দায়িত্ব।
অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো: আলমগীরকে হোটেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
এ ছাড়া আরও ১৩ জন অতিরিক্ত সচিব এবং ২৭ জন যুগ্ম সচিবের দপ্তর বদল করে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
