প্রতিদিন বাংলাদেশ, ঢাকা:
প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্য দূর করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবো বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
নবনিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন বলেন দুর্নীতি ও ফাঁকফোকর বন্ধ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে আধুনিক ও মানসম্পন্ন করে গড়ে তোলা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মানুষের প্রত্যাশা ও প্রয়োজন পূরণে আমরা সম্মিলিত ভাবে কাজ করবো।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, আমরা দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো।
অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদফতরের পক্ষ থেকে নবনিযুক্ত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।