৭০ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

প্র‌তি‌দিন বাংলা‌দেশ, ঢাকা:
রাষ্ট্রীয় মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে ৭০ জন আইনজীবীকে নিয়োগ দিয়েছে সরকার।
এর মধ্যে ৩১ জন নতুন নিয়োগ, ৩২ জনকে পুন:নিয়োগ এবং ৭ জন সহকারি অ্যাটর্নি জেনারেলকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হয়েছে। রবিবার (২১ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নিয়োগের কথা বলা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া ৩১ জন:
আইনজীবী থেকে নতুন করে নিয়োগ পাওয়া ৩১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন, এস এম নজরুল ইসলাম, মো. মোজাম্মেল হক রানা, ব্যারিস্টার কাজী মাঈনুল হাসান, মো. সাইফুদ্দিন খালেদ, মো. আসাদুজ্জামান মনির, মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু, মো. তাহেরুল ইসলাম, মো. শফিকুল ইসলাম সিদ্দিক, অমিত দাস গুপ্ত, বিএম আব্দুর রাফেল, তুষার কান্তি রায়, মোহাম্মদ আবুল হাশেম, এস এম আশরাফুল হক জর্জ, দেবাশীষ ভট্টাচার্য, আবু ইয়াহিয়া দুলাল, এসএম ফজলুল হক, মো. গিয়াস উদ্দিন আহমদ, সুজিত চ্যাটার্জী ব্যাপ্পী, ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী, শাহীন আহমেদ খান, বিপুল বাগমার, ব্যারিস্টার মো. নুর উস সাদিক, ব্যারিস্টার ওয়ারেস আল হারুনী, মো. সারোয়ার হোসেন বাপ্পী, মো. মনিরুল ইসলাম, মো. মুশফাকুর রহমান সবুজ, হারুনুর রশীদ, আব্দুল ওয়াহাব, কাজী শাহানারা, নাসিমা কে হাকিম ও শাহিদা খাতুন।
পুন:নিয়োগ পাওয়া ৩২ জন:
পাশাপাশি পুন:নিয়োগ পাওয়া ৩২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন, আনোয়ারা শাহজাহান, বিশ্বজিৎ দেবনাথ, কেএম জাহিদ সরোয়ার কাজল, অমিত তালুকদার, কাজী জিনাত হক, ড. মো. বশির উল্লাহ, কামাল উদ্দিন আহমেদ, বেগম খালেদা বিজলী, জেসমিন সুলতানা শামসাদ, বশির আহমেদ, শেখ সাইফুজ্জামান, প্রতিকার চাকমা, ইয়াসমিন বেগম বিথী, তাইফুর কবির, সমরেন্দ্র নাথ বিশ্বাস, মো. আশেক মোমিন, মো. আমিনুর রহমান চৌধুরী টিকু, মো. মহিউদ্দিন দেওয়ান, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, এসএম গোলাম মোস্তফা, মো. এনামুল হক মোল্লা, অপূর্ব কুমার ভট্টাচার্য, একেএম আমিন উদ্দিন মানিক, ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার, মো. আমিনুল ইসলাম, কাজী ইবাদত হোসেন, রহিমা খাতুন, এমরান আহমেদ ভূইয়া, অরবিন্দ কুমার রায়, এমডি রেজাউল করিম, মো. ফজলুর রহমান খান (এফ আর খান) ও নুসরাত জাহান।
সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি পাওয়া ৭ জন:
সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি পাওয়া ৭ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন, আম্বিয়া বুলবুল রেজা, সামিরা তারান্নুম রাবেয়া (মিতি), জান্নাতুল ফেরদৌসি রূপা, মাহফুজা বেগম, কে এম মাসুদ রুমী, মো. ইনসান উদ্দিন শেখ ও মো. জাহাঙ্গীর আলম।
এরআগে, গত ৭ জুলাই ১০৫জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।

দেশ বি‌দে‌শের বিভিন্ন শ্রেণীর ও পেশার অসংখ্য ভিজিটর নিয়মিত ভিজিট করছেন প্র‌তি‌দিন বাংলা‌দেশ এই নিউজ পোর্টালটি। স্বল্প খর‌চে আপনার/ আপনার প্রতিষ্ঠান/ পণ্যের ব্যাপক প্রচারে প্র‌তি‌দিন বাংলা‌দেশ এ বিজ্ঞাপন দিন।
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: 01716522641

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*