প্রতিদিন বাংলাদেশ, ঢাকা:
প্রশাসনে উপসচিব পদমর্যাদার ৪ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত ৪টি প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) (সরকারি যানবাহন অধিদপ্তরে সংযুক্ত) এরশাদ হোসেন খানকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত শাহ আলম মুকুলকে বাণিজ্য মন্ত্রণালয়ে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মো. মাহবুবুর রহমান ভূইয়াকে স্থানীয় সরকার বিভাগে এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ঢাকার উপসচিব মো. আনোয়ার ইমামকে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার বিভাগের উপপ্রধান হিসেবে বদলি করা হয়েছে।
